• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৩:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৩:২৫ পিএম

৪৪ দেশে ছড়িয়ে পড়েছে ‘ভারতীয় করোনা’

৪৪ দেশে ছড়িয়ে পড়েছে ‘ভারতীয় করোনা’

ভারতজুড়ে বিপর্যয় সৃষ্টিকারী করোনার নতুন ধরন বি.১.৬১৭ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ পর্যন্ত ৪৪টি দেশে ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ভারতের বাইরে সবচেয়ে বেশি এই ধরনটি শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। বেশ কয়েকটি দেশ এরই মধ্যে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে। যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ নাগরিকদের ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার নতুন করে পাঁচটি দেশ থেকে বি.১.৬১৭ করোনাভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতে রেকর্ড করোনা সংক্রমণের জন্য দায়ী এই করোনার রূপটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। এর আগে নতুন ধরনটি সারা বিশ্বের জন্য ‘উদ্বেগ’ বলে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, গত বছরের ভারতে শনাক্ত হওয়া এই করোনাভাইরাসটি অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রামক। 

এর আগে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া আরও তিনটি রূপকে ‘উদ্বেগজনক’ হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন