• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ০৯:৫৪ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ১০:৩১ এএম

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১০৯

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯। এর মধ্যে ২৮ শিশু ও ১১ নারী রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৫৮০ জন।

এদিকে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা রকেট হামলা চালাচ্ছেন হামাসের যোদ্ধারা। লেবানন থেকেও ইসরায়েলের দিকে রকেট হামলা হচ্ছে বলে জানা গেছে। 

আল-জাজিরা জানায়, ইসরায়েলের বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েল। সেখানে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে হামাস গাজা থেকে রকেট ছোড়া চালিয়ে যাচ্ছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তাদের বাহিনী গাজায় প্রায় এক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার লেবানন থেকে তিনটি রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়। রকেটগুলো ভূমধ্যসাগরে পতিত হওয়ায় তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।