• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৯:৩৩ এএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ১১:২৫ এএম

বজ্রপাতে ১৮ হাতির মৃত্যু

বজ্রপাতে ১৮ হাতির মৃত্যু

ভারতের আসাম রাজ্যে বজ্রপাতে ১৮ হাতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ মে) আসামের রাজধানী দিসপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে একটি সংরক্ষিত বনে মৃত হাতিগুলো পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার কুন্ডলি সংরক্ষিত বনে একসঙ্গে ১৪টি মিলিয়ে মোট ১৮টি হাতির মরদেহ দেখতে পায় গ্রামবাসী। 

রাজ্য সরকার এ ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান আসামের বন ও বন্য প্রাণীবিষয়ক মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য। তিনি জানান, হাতিগুলো বজ্রপাতের আঘাতে মারা গেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে। এরপরও ফরেনসিক পরীক্ষা করে দেখতে হবে, বিষপ্রয়োগ বা কোনো রোগের কারণে এদের মৃত্যু হয়েছে কি না।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার শেষ রাতে ওই এলাকায় বজ্রপাত হয়। তাতে মৃত্যু হয়ে থাকতে পারে হাতিগুলোর। বজ্রপাতে ওই এলাকায় কিছু গাছ পুড়ে গেছে বলে জানান তারা।