• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৫:২৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ১০:০০ পিএম

জান্তার বিরুদ্ধে

বিউটি কুইনের হাতে অস্ত্র

বিউটি কুইনের হাতে অস্ত্র

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসাবে হাতে অস্ত্র তুলে নিয়েছেন সাবেক বিউটি কুইন হটার হটেট হটেট। তিনি মিয়ানমার থেকে প্রথম গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

তার টুইটার ও ফেসবুক পোস্টের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

ওই প্রতিবেদনে এএফপি লিখেছে, মিয়ানমারের সাবেক বিউটি কুইন গত ১১ মে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ১০০তম দিনে কাঁধে অ্যাসল্ট রাইফেল নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

তিনি ২০১৩ সালে থাইল্যান্ডে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ৬০টি দেশের সুন্দরীদের সঙ্গে অংশ নিয়েছিলেন।

হটার হটেট হটেট ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রত্যাঘাতের সময় এসেছে। আপনি হাতে যাই নিন না কেন— অস্ত্র, কলম, কিবোর্ড অথবা গণতন্ত্রকামীদের জন্যে অনুদানের অর্থ। বিপ্লবকে সফল করতে সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

তিনি আরো লিখেছেন, ‘আমি যতটা পারি সংগ্রাম করে যাব। আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এমনকি, নিজের জীবন দিতেও প্রস্তুত আছি।’

চে গুয়েভারাকে উদ্ধৃত করে হটার হটেট হটেট গত ১১ মে টুইটারে লিখেছেন, ‘বিপ্লব আপেল নয় যে পাকার পর আপনা-আপনি পড়ে যাবে। একে পাড়ার ব্যবস্থা করতে হবে।’

‘আমরা অবশ্যই জয়ী হবো’ প্রত্যয় ব্যক্ত করে সাবেক বিউটি কুইন উল্লেখ করেছেন যে তিনি গত এক মাসের বেশি সময় ধরে জঙ্গলে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন।

এদিকে দেশটির আরেকজন সুন্দরী প্রতিযোগী হান লে মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘সামরিক বাহিনীর গুলিতে মিয়ানমারে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন… দয়া করে আমাদের রক্ষা করুন।’

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের মিয়ানমারের জনগণ গণতন্ত্রের জন্যে রাস্তায় নেমেছেন। মিয়ানমারের প্রতিনিধি হিসেবে আমি যুদ্ধ-সংঘাত বন্ধের বাণী নিয়ে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মঞ্চে হাঁটবো।’