• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৯:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০২১, ০৯:৪৮ পিএম

দ্বিতীয় দফায় জাতিসংঘের মহাসচিব গুতেরেস

দ্বিতীয় দফায় জাতিসংঘের মহাসচিব গুতেরেস

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেসকে আরেক দফায় দায়িত্ব অর্পণ করল নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের প্রধান ও এস্তোনিয়ার রাষ্ট্রদূত সুইভেন জুরগেনসন জানান, রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে নির্বাচিত করেন। 

সংবাদমাধ্যম এএফপি জানায়, প্রাথমিকভাবে ১০ জনকে জাতিসংঘের মহাসচিব পদের জন্য মনোনয়ন দেওয়া হলেও, শেষ পর্যন্ত ১৯৩ সদস্য রাষ্ট্রের কেউ তাদের নির্বাচিত করেনি।

২০১৭ সালে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে নিযুক্ত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী গুতেরেস। প্রথম দফার মেয়াদ শেষ হয়ে এলেও তার যোগ্য উত্তরসূরির খোঁজ পায়নি সংস্থাটি।

৭২ বছর বয়সী গুতেরেসকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে অনুমোদন দিবে সাধারণ পরিষদ।

প্রথম মেয়াদে গুতেরেস বিভিন্ন দেশের জাতীয়তাবাদী প্রোপাগান্ডা ও বিশ্বজোট বিরোধী বিদেশি নীতির ক্ষয়ক্ষতি সীমিত রাখার ওপরেই জোর দিয়েছিলেন।

তবে নতুন মেয়াদে জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাপী মহামারি আর দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন কূটনীতিকরা।

আরও পড়ুন