• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ১২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ১২:৩৮ পিএম

২৪ ঘণ্টায় ভারতে ৩৩০৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ভারতে ৩৩০৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনে ভারতে করোনায় আরও তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার (১২ জুন) সকাল পর্যন্ত মোট তিন লাখ ৭০ হাজার ৩৮৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কম হলো। দেশে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯।

একই সময়ে এক দিনে দেশটিতে আরও তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তিন লাখ ৭০ হাজার ৩৮৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও নয় হাজার ৭১৪ জন এবং আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫৫ হাজার ৭০৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ১০ হাজার ৫০১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ১৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৬৯৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৭৩ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৯৫৫ জনের।