• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০২১, ১২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০২১, ১২:৪৮ পিএম

প্রিয় কুকুর চ্যাম্পকে হারালেন বাইডেন দম্পতি

প্রিয় কুকুর চ্যাম্পকে হারালেন বাইডেন দম্পতি
শনিবার রাতে মারা গেছে বাইডেন দম্পতির প্রিয় কুকুর চ্যাম্প ● ফক্স এইট

চ্যাম্পকে মিস করবো আমরা : বাইডেন

দীর্ঘদিনের সুখ-দুঃখের সঙ্গী প্রিয় কুকুর চ্যাম্পকে হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।

বাংলাদেশ সময় শনিবার রাতে জো বাইডেন টুইট বার্তায় এই খবর জানিয়েছেন।

চ্যাম্পকে হারানোর পর টুইট বার্তায় জো বাইডেন লিখেছেন, ‘আমাদের ভালোবাসার সঙ্গী চ্যাম্পকে হারালাম আজ। আমরা তাকে মিস করব।’

তিনি বলেন, ‘আমাদের আনন্দ-বেদনার দিনগুলোতে চ্যাম্প ছিল আমাদের সঙ্গী। আমাদের আবেগ-অনুভূতির প্রতি সেও ছিল সংবেদনশীল। আমাদের মিষ্টি ছেলেটাকে আমরা মিস করব সবসময়।’

২০০৮ সাল থেকে বাইডেন পরিবারের সঙ্গে ছিল জার্মান শেফার্ড চ্যাম্প। ২০১৮ সালে  আরেকটি জার্মান শেফার্ড মেজর যুক্ত হয় বাইডেন পরিবারে।

বাইডেন পরিবারের বরাত দিয়ে বিবিসি বলছে, গত মে মাস থেকেই চ্যাম্পের শরীর খারাপ হতে শুরু করে।

বাইডেন পরিবারের বার্তায় বলা হয়েছে, ‘গত মাস চ্যাম্পের শক্তি ক্রমেই কমে আসছিল। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশ করতাম, চ্যাম্প সাথে সাথে উঠে দাঁড়াত। আমাদের গা ঘেঁষে সে লেজ নাড়াত। আমাদের পায়ে কান ঘষে সে পেটে আদর পেতে চাইত।’

জো বাইডেন স্মরণ করেন, দেলাওয়ার রাজ্যের দিনগুলো। তিনি বলেন, ‘নেভাল অবজারভেটরিতে সে দৌঁড়ে গিয়ে গলফ বল কুড়িয়ে আনত।  আমাদের বাড়ির পেছনে নাতিপুতিদের সঙ্গে সে দৌঁড়ে বেড়াত।’

জাগরণ/এসএসকে/এমএ