• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০২১, ১০:৫৫ এএম

ঈদের নামাজে ছুরিকাহত মালির প্রেসিডেন্ট

ঈদের নামাজে ছুরিকাহত মালির প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোয়েতা ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে ছুরি হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার (২০ জুলাই) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি'র প্রতিবেদনে বলা হয়, মালির রাজধানী বামাকোতে ঈদুল আযহার নামাজের সময় গোয়েতার উপর দুইজন সশস্ত্রধারী হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর গোয়েতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে ক্ষমতা দখল করেন ভাইস প্রেসিডেন্ট কর্নেল অসীম গোয়েতা। চলতি বছরের মে মাসে সাংবিধানিক আদালত মালির অভ্যুত্থানের নেতা আসিমি গোয়েতাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।