• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০১:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২১, ০১:২৬ এএম

ব্রিটিশ রণতরীকে সতর্ক করল চীন

ব্রিটিশ রণতরীকে সতর্ক করল চীন
প্রতীকী ছবি

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা যুক্তরাজ্যের রণতরীবহরকে সতর্ক করেছে চীন। ওই এলাকায় যে কোনও ধরনের ‘অনুচিত’ কাজ করা থেকে বিরত থাকতে বলেছে বেইজিং। 

সিঙ্গাপুর নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ব্রিটিশ নৌবাহিনী। ‘ফ্রিডম অব নেভিগেশন’ নামের ওই মহড়ায় যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ। বর্তমানে এ রণতরীবহর দক্ষিণ চীন সাগর দিয়ে জাপানের দিকে যাচ্ছে।

যৌথ এ মহড়ার দিকে বেইজিং গভীরভাবে নজর রাখছে।

দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকা নিজেদের বলে দাবি করে চীন। যদিও তাদের এ দাবি ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে নাকচ হয়ে যায়। তা সত্ত্বেও দক্ষিণ চীন সাগর নিয়ে নিজেদের একগুঁয়ে মনোভাব অব্যাহত রেখেছে বেইজিং।

এ নিয়ে প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘোর আপত্তি রয়েছে। তবে চীনের সর্বশেষ পদক্ষেপের বিষয়ে লন্ডনের মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি।

জাগরণ/এসএসকে