• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১২:৫১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৬:৫২ এএম

যুক্তরাষ্ট্রে নষ্ট হয়েছে ১০ লাখ করোনা টিকা

যুক্তরাষ্ট্রে নষ্ট হয়েছে ১০ লাখ করোনা টিকা
প্রতীকী ছবি

ফের করোনাভাইরাস (কোভিড-১৯)—এ নাকাল হচ্ছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রও হিমশিম খাচ্ছে করোনা নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে দেশটিতে প্রচুর পরিমাণ টিকা নষ্ট হওয়ার তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি একটি জরিপ থেকে জানা গেছে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে টিকাদান শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টি রাজ্যে ১০ লাখের বেশি ডোজ টিকা নষ্ট হয়েছে।

জরিপে দেখা গেছে, জর্জিয়ায় ধ্বংস করা হয়েছে সবচেয়ে বেশি এক লাখ ১০ হাজার ডোজ টিকা। নিউ জার্সিতে নষ্ট হওয়া ৫৩ হাজারের বেশি  ডোজের মধ্যে শুধু জুনেই নষ্ট হয়েছে ২০ হাজার ডোজ টিকা। এর আগে এপ্রিলে এই রাজ্যে নষ্ট করা হয়েছিল চার হাজার ডোজ।

ওহাইওতে তিন লাখ ৭০ হাজার ডোজ টিকা ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

মেরিল্যান্ডেও প্রায় ৫০ হাজার ডোজ টিকা অব্যবহৃত রয়েছে।

কর্মকর্তারা বলছেন, টিকা দেয়ার চাহিদা কমে যাওয়াতেই মূল ক্ষতিটা হয়েছে। পাশাপাশি ভেঙে যাওয়া, সংরক্ষণ ও পরিবহন সমস্যা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ইত্যাদি কারণেও টিকার বিপুল অপচয় ঘটেছে। 

অনেকেই নির্দিষ্ট সময়ে টিকা না নেয়ায় অনেক টিকা ব্যবহার করা যায়নি।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) টিকা নষ্টের বিষয়টি নজরদারি করলেও পুরো দেশে কি পরিমাণ টিকা নষ্ট হচ্ছে সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি।

 যুক্তরাষ্ট্রের অর্ধেক জনগোষ্ঠী এখনও পুরোপুরি টিকা পায়নি।  নিউ ইয়র্ক টাইমস।

জাগরণ/এসএসকে/এমএ