• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০২১, ০৫:৩০ এএম

মিয়ানমারে চড়াও জান্তা সরকার, দুই সাংবাদিক গ্রেপ্তার

মিয়ানমারে চড়াও জান্তা সরকার, দুই সাংবাদিক গ্রেপ্তার
ছবি- রয়টার্স।

মিয়ানমারের জান্তা সরকার দেশটির আরও দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে। ১৫ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সেনানিয়ন্ত্রিত টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুই সাংবাদিক হলেন-মিয়ানমারের নিউজ সাইট ফ্রন্টিয়ার মিয়ানমারের কলাম লেখক ও ভয়েস অব আমেরিকা রেডিওর বিশ্লেষক সিথু অং মিন্ট এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের ফ্রিল্যান্স প্রযোজক হেট হেচ খিন। খবর রয়টার্সের।

সেনাসমর্থিত মায়াদ্দি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, জান্তার বিষয়ে স্পর্শকাতর সংবাদ পরিবেশন করেছেন সিথু। অন্যদিকে সিথুকে আশ্রয় দেয়ার অভিযোগ আনা হয়েছে হেট হেচ খিনের বিরুদ্ধে। এ ছাড়া সরকারবিরোধী বিক্ষোভ ও বিরোধী দলের কর্মকাণ্ডে সাধারণ জনগণকে উসকানি দেয়ারও অভিযোগ আনা হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলেছেন, 'দুই সাংবাদিককে অযৌক্তিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। দুই সাংবাদিককে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই আমরা। এটি সাংবাদিকদের বিষয়ে জান্তা সরকারের নিষ্ঠুর আচরণের বহিঃপ্রকাশ।’


জাগরণ/এসকেএইচ