• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ১২:৪৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩, ২০২১, ১২:৪৯ এএম

ফের সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান

ফের সুইসাইড স্কোয়াড নামাচ্ছে তালেবান
সংগৃহীত ছবি

এবার আফগানিস্তানের সীমান্ত এলাকায় সুইসাইড স্কোয়াড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তালেবান।

শনিবার (২ অক্টোবর) স্কোয়াড গঠনের কাজও প্রায় শেষ বলে জানিয়েছে দেশটির স্থানীয় একটি সংবাদ সংস্থা।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমেদ আহমেদি সুইসাইড স্কোয়াড গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এই সুইসাইড স্কোয়াড মোতায়েন করা হবে।

সুইসাইড স্কোয়াডের নাম লস্কর-ই-মনসুরী দেয়া হয়েছে উল্লেখ করে মোল্লা নিসার জানান, সাবেক আফগান সরকারের নিরাপত্তা রক্ষীদের ওপর আত্মঘাতী হামলা চালানো তালেবানের দলটিকেই নতুন নাম দিয়ে সীমান্তে মোতায়েত করা হবে।

তিনি বলেন, এই আত্মঘাতী দল না থাকলে মার্কিনিদের প্রতিহত করা অসম্ভব ছিল। এই সাহসী মানুষগুলো শরীরে বিস্ফোরণ বেঁধে আফগানিস্তানের মার্কিন ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলা চালাতেন।  আদতেই এই মানুষগুলোর কোনো ভয় নেই। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের উৎসর্গ করছেন।

এর আগে তালেবান ‘বদর ৩১৩ ব্যাটালিয়ন’ নামে আধুনিক সমরাস্ত্র আর বেশভূষার সজ্জিত আরেকটি আত্মঘাতী হামলাকারীদের নিয়ে কমান্ডো বাহিনী গঠন করার কথা জানিয়েছিল।

কাবুল বিমানবন্দরে তালেবানের এই আধুনিক কমান্ডো বাহিনীকে মোতায়েন করা হয়েছে।নিউ ইয়র্ক পোস্ট। 

জাগরণ/এমএ