• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৮:০৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২১, ০৮:০৯ পিএম

মুক্তি পেলেন সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

মুক্তি পেলেন সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
আবদাল্লাহ হামদোক

আন্তর্জাতিক চাপে সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক এবং তার স্ত্রীকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক এবং তার স্ত্রী বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর বিশ্বজুড়ে ক্ষমতাসীন দেশের নেতাদের চাপের মুখে তাদের ছেড়ে দেয়া হয়। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে কঠোর নিরাপত্তায় রাজধানী খার্তুমে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

অভ্যুত্থানের দিনে আটক অন্য নেতারা এখনও আটক রয়েছেন। তাদের কোথায় রাখা হয়েছে তা এখনও জানানো হয়নি।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাদের গুলিতে ৭ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে।

সোমবার সুদানে সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন সেনাপ্রধান। এরপর থেকে দেশজুড়ে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ-সহিংসতা।

সেনা অভ্যুত্থানের জেরে সুদানের সদস্যপদ স্থগিত করে আফ্রিকান ইউনিয়ন। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে বুধবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জানায় সংগঠনটি।

জাগরণ/এসএসকে