• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২, ২০২১, ০৩:৪৪ পিএম

ফেসবুকে সাতদিন নিষিদ্ধ তসলিমা নাসরিন

ফেসবুকে সাতদিন নিষিদ্ধ তসলিমা নাসরিন

ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে আবারও নিষিদ্ধ করেছে ফেসবুক। এবার তার অ্যাকাউন্ট সাত দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার টুইটারে দেয়া এক টুইটে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

টুইটে তসলিমা লিখেন, ‘সত্যি বলার জন্য ফেসবুক আমার অ্যাকাউন্ট সাতদিন নিষিদ্ধ করে দিল’।

তার দাবি, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি ফেসবুকে সরব ছিলেন। বিশেষ করে পূজার সময় বাংলাদেশে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা নিয়ে সমালোচনা করেছিলেন। যার ফলে ফেসবুক তার অ্যাকাউন্ট সাত দিনের জন্য ব্লক করে দিয়েছে।

চলতি বছরের ১৬ মার্চেও ফেসবুক তাদের প্ল্যাটফর্মে তসলিমা নাসরিনকে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছিল। ২০১৫ সালে একবার তার অ্যাকাউন্ট ব্লক করে রেখেছিল সামাজিক যোগাযোগের এই মাধ্যম। এছাড়া বিভিন্ন সময়ে ফেসবুকের নীতি লঙ্ঘন করায় তার অনেক পোস্ট মুছেও ফেলে সামাজিক যোগাযোগমাধ্যম।

জাগরণ/এমইউ