• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১২:৪৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২১, ১২:৪৪ এএম

সরকারি প্রকৌশলীর বাসায় টাকার পাইপলাইন

সরকারি প্রকৌশলীর বাসায় টাকার পাইপলাইন
সংগৃহীত ছবি

বাসা-বাড়িতে পানি-গ্যাস-বিদ্যুতের পাশাপাশি পয়োঃনিস্কাশন পাইপ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু ভারতের এক প্রকৌশলীর বাসায় পাওয়া গেছে টাকার পাইপলাইন। যা খোলা মাত্র স্রোতের মতো বেরিয়ে আসতে থাকে রুপির পর রুপি।

ব্যাঙ্গালুরুতে গণপূর্ত দফতরের এক প্রকৌশলীর বাসায় হানা দিয়ে এমনই টাকার পাইপলাইন খুঁজে পেয়েছেন কর্ণাটকের দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা।

তারা জানান, রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযানে সন্দেহভাজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বাড়িতে অভিযানের অংশ হিসাবে কালবুর্গি জেলায় গণপূর্ত বিভাগের যুগ্ম প্রধান প্রকৌশলী সানথা গাউদা বিরাদারের বাসায় তারা টাকা পাইপলাইনটির খোঁজ পান।

পাইপলাইন খোলা মাত্র বেরিয়ে আসতে থাকে কাড়ি কাড়ি রুপি। যার পরিমাণ প্রায় ২৫ লাখ রুপি। উদ্ধার করা হয়েছে বিপুল স্বর্ণালংকার।

গোপন সূত্রে টাকার পাইপলাইনের খবর আগেই পেয়েছিলেন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা। তাই অভিযানের সময় তারা সাথে করে একজন মিস্ত্রিকে নিয়ে যান। তাকে দিয়ে পাইপ খোলার পর টাকা বেরিয়ে আসতে থাকে। পরে এমন আরো পাইপলাইনের খোঁজ পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, বাসার মধ্যে এ ধরনের পাইপলাইন বসানোই হয়েছিলো টাকা লুকিয়ে রাখার জন্য। কারণ পাইপলাইনের সঙ্গে অন্য কোন ধরনের সংযোগ ছিলো না।

তারা আরও জানান, এটি ছাড়াও তারা রাজ্যের ৬০টি ঠিকানায় ১৫ জন সন্দেহভাজন দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদের মালিক সরকারি কর্মকর্তাদের বাসায় অভিযান চালিয়েছেন। এএনআই।

জাগরণ/এসএসকে