• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৭:০১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৭:০১ পিএম

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়েছে : যুক্তরাজ্য

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়েছে : যুক্তরাজ্য
ফাইল ফটো

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সুতরাং ব্রিটেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

স্কাই নিউজে দেয়া একটি সাক্ষাৎকারে জাভিদ বলেছেন, 'রাশিয়া ইউক্রেনে ট্যাঙ্ক এবং সৈন্য পাঠিয়েছে। যার মানে দেশটিতে হামলা শুরু হয়ে গেছে।আপনি ধরে নিতে পারেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হয়ে গেছে।' খবর বিবিসির।

তিনি আরও বলেন,'আজ ইউরোপের জন্য খুব অন্ধকার একটি দিন। ইতোমধ্যেই আমরা যা জানতে পেরেছি তাতে এটা পরিষ্কার যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সার্বভৌম ইউক্রেন এবং তাদের আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা করেছে।'

তবে এটি গ্রহণযোগ্য নয় বলে যুক্তরাজ্য সবসময় বলে আসছে-বলেন তিনি। সূত্র- স্কাই নিউজ।

 

এসকেএইচ//