• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২২, ০৩:৪৫ এএম

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ফাইল ফটো।


রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেবেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এই তথ্য জানায় আল-জাজিরা। 

এদিকে মঙ্গলবার বৃহৎ তেল কোম্পানি শেল গত সপ্তাহে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেলের একটি চালান কেনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তেল কেনার ওই সিদ্ধান্তটি ভুল ছিল বলে জানিয়েছে।

এক বিবৃতিতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ভ্যান বারডেন বলেছেন, রাশিয়া থেকে এক কার্গো অপরিশোধিত তেল কেনার আমাদের সিদ্ধান্তটি ভুল ছিল। এই জন্য আমরা দুঃখিত।

উল্লেখ্য, মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৩ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

 

এসকেএইচ//