• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১২, ২০২২, ১২:৫৯ এএম

ফেসবুকের বিরুদ্ধে রাশিয়ার মামলা

ফেসবুকের বিরুদ্ধে রাশিয়ার মামলা

ফেসবুকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছে রাশিয়া। 

ফেসবুক তাদের নীতি পরিবর্তন করে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের আহবান জানানোর সুযোগ করে দেয়ায় এর মূল কোম্পানি মেটার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। 

আদালতে তাদের মামলায় মার্কিন এই সোশ্যাল মিডিয়া কোম্পানিকে ‘চরমপন্থি সংগঠন’ ঘোষণা করার আবেদন করা হয়েছে। 

পাশাপাশি রাশিয়া থেকে মেটার আরেক প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে প্রবেশের সুযোগ বন্ধ করার কথা জানিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

তবে এই মামলার ফল কী হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। 

এ বিষয়ে মেটার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি। রয়টার্স।

জাগরণ/বিজ্ঞানওপ্রযুক্তি/কেএপি