• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১১:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২২, ১১:৪২ পিএম

রাস্তায় তরুণীদের যৌন হেনস্তা, ভিডিও ভাইরাল 

রাস্তায় তরুণীদের যৌন হেনস্তা, ভিডিও ভাইরাল 

ভারতের মধ্য প্রদেশে জনপ্রিয় আদিবাসী উৎসব চলাকালে রাস্তায় দুই তরুণীকে যৌন হেনস্তা করেছে এক দল যুবক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওর শুরুতে এক তরুণীকে একটি গাড়ির আড়ালে লুকিয়ে থাকতে দেখা গেছে, তখন এক যুবক ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল এবং তাকে লাঞ্ছিত করে। একজন পথচারী ওই যুবককে তার কাছ থেকে দূরে টেনে নিয়ে যায় এবং ওই তরুণীকে উদ্ধার করে। এখানেই শেষ নয়, কিছুক্ষণ পরে অন্য একজনকে ওই তরুণীর ওপর জোর করতে দেখা যায়। তারপর তাকে একদল যুবকের দিকে টেনে নিয়ে যায় এবং সেখানে তাদের বেশ কয়েকজনকে ওই তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করতে দেখা যায়।

একই জায়গায় অন্য এক তরুণীকে আরেকজন পুরুষকে হেনস্তা করতে দেখা যায়।

বেশ কয়েকজন পুরুষকে মোবাইলফোনে ঘটনাটি রেকর্ড করতে দেখা যায় কিন্তু কেউ নারীদের রক্ষা করতে এগিয়ে আসেনি।

শুক্রবার আলিরাজপুর, ঝাবুয়া, ধর, বারওয়ানি এবং খারগোনে সপ্তাহব্যাপী ভাগোরিয়া উৎসব শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের দাবি, তারা হাজার হাজার মানুষের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু উৎসবের প্রথম দিনেই নৃশংস ঘটনাটি প্রশাসনের ওই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।

আলীরাজপুরের পুলিশ সুপার মনোজ কুমার সিং সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, এফআইআর দায়েরের পর দুই অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে মূল অভিযুক্ত পলাতক, অভিযুক্তদের সবার পরিচয় শনাক্ত করা গেছে। শিগগিরই তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।

ভাগোরিয়া মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত জেলাগুলোর বৃহত্তম এবং বিখ্যাত বাৎসরিক অনুষ্ঠান।

ইউএম