• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৯, ০৪:০২ পিএম

ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) পরিচালক ড্যানিয়েল কোটস

 

সিরিয়ার ওপর বিমান হামলা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) পরিচালক ড্যানিয়েল কোটস সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় এসব কথা বলেছেন।

তিনি বলেন, সিরিয়ার ওপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলার ফলে দিন দিন ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার ঝুঁকি বাড়ছে। এ ধরনের হামলার কারণে এক পর্যায়ে ইসরায়েলের ওপর ইরান হামলা করে বসতে পারে।

ড্যানিয়েল কোটস তার ভাষায় বলেন, “আমাদের মতে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সশস্ত্র সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে ইরান। কিন্তু ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির কারণে তেল আবিবের বিরুদ্ধে পাল্টা হামলার সম্ভাবনা বাড়ছে।” এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বেড়ে চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কোটস বলেন, এ কারণে সংঘাত বেড়ে যেতে পারে।  

ড্যানিয়েল কোটস আরো বলেন, সিরিয়ায় স্থায়ী ঘাঁটি গড়ার চেষ্টা করছে ইরান এবং ইসরায়েলি হামলা সত্ত্বেও সম্ভবত তারা প্রতিরোধ যোদ্ধাদের নেটওয়ার্ক রক্ষা করে চলার চেষ্টা করছে।

সূত্র: সিএনএন

এসজেড