• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১২:১০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২২, ১২:১০ পিএম

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ
ফাইল ফটো

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন ও তাদের মিত্রদের দেওয়া প্রস্তাব গৃহীত হয়েছে। এতে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ইউক্রেনে ত্রাণ সহযোগিতা প্রেরণ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার দাবিতে এই প্রস্তাব করা হয়েছিল। এটি নিন্দা প্রস্তাব হিসেবে পরিচিত।

এ ছাড়া প্রস্তাবে দেশটিতে ‘ভয়াবহ’ মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়াকে নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক আল-জাজিরা।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। এ ছাড়া ৩৮টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেখানে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।

 

এসকেএইচ//