• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৭:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২২, ০৭:০৯ পিএম

ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে জো বাইডেন

ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে জো বাইডেন

ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে পোলান্ডে জো বাইডেন ও তার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে।

শনিবার (২৬ মার্চ) প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ’র মধ্যে একটি বৈঠকে যোগ দিয়েছেন। এমন খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে দুই ইউক্রেনের মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। এক মাস আগে রাশিয়া দেশটিতে আক্রমণ করার পর এই ধরনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এটি তার প্রথম মুখোমুখি বৈঠক।

এদিকে হোয়াইট হাউস বলছে, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের মধ্যে তাদের ইউক্রেনের প্রতিপক্ষ, দিমিত্রো কুলেবা এবং ওলেক্সি রেজনিকভের সাথে একটি বৈঠকে ‘ড্রপ বাই’ করবেন।

বাইডেন শুক্রবার থেকে পোল্যান্ডে রয়েছেন। তার পোল্যান্ডের প্রতিপক্ষ আন্দ্রজেজ দুদার সাথেও দেখা করছেন তিনি। শনিবারের পরে প্রেসিডেন্ট জো বাইডেন সংঘর্ষের বিষয়ে একটি বক্তৃতা দেবেন।

সূত্র : বিবিসি
ইউএম