• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৯:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২২, ০৯:১৭ পিএম

পরীক্ষার খাতায় ‘খেলা হবে’ লিখা যাবেনা

পরীক্ষার খাতায় ‘খেলা হবে’ লিখা যাবেনা

ভারতের পশ্চিমবঙ্গে চলতি বছরের এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। এরইমধ্যে পরীক্ষা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।সেজন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, এবারের পরীক্ষার উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী যদি কোনো অশোভন বাক্য লেখে, ছবি আঁকে, তবে তাদের খাতা বাতিল করা হবে। বিশেষ করে উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে ঐ পরীক্ষার্থীর খাতা বাতিল করা হবে।
 
পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র হবে পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে। এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী। পাশাপাশি এ বছর চারটি ভাষায় প্রশ্নপত্র দেওয়া হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষা। থাকছে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা।  

এর আগে, মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে কিছু পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লেখে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এ স্লোগান দেখে অবাক হন পরীক্ষকেরা। তাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করতে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশে জন্ম নেয়া রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ কলরব তুলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে ‘খেলা হবে’ স্লোগানটি ব্যাপক প্রচার করে রাজ্যবাসীর মন জয় করে। তৃণমূলের সব নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারে গিয়ে স্লোগানটি দেন।