• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০২২, ১২:৩৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২২, ১২:৩৯ এএম

‘তাজমহলের ২২ কুঠুরিতে মূর্তি নেই’

‘তাজমহলের ২২ কুঠুরিতে মূর্তি নেই’
তাজমহল ● ফাইল ফটো

তাজমহলের বন্ধ কুঠুরিতে কোনও হিন্দু দেবদেবীর মূর্তি নেই জানিয়ে সেই ২২ বন্ধ কুঠুরির কয়েকটির ছবি প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। সম্প্রতি তাজমহলের এই বন্ধ ২২ কুঠুরিতে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে কি না, তা জানতে চেয়ে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চে কুঠুরিগুলো খুলে পরীক্ষা-নিরীক্ষার আবেদন করেন বিজেপির অযোধ্যার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। মামলাটি আদালত খারিজ করে দিলেও অবসান হয়নি বিতর্কের —

‘তেজো মহালয়’ নামের এক প্রাচীন শিবমন্দিরের ওপর নির্মিত হয়েছে তাজমহল- এমন গুজবও ছড়ানো হয় তাদের পক্ষ থেকে এবং তাজমহলের ‘প্রকৃত ইতিহাস’ অনুসন্ধানে এএসআইকে দায়িত্ব দেয়ার আবেদনও করা হয়।

কোনও হিন্দু মন্দিরের কাঠামোর ওপর মোগল সম্রাট শাহজাহান এই বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করেছিলেন কি না- তা পরীক্ষা করে দেখার দাবিতে আন্দোলন শুরুরও পাঁয়তারা শুরু করে তারা। 

তাজমহলের মূল কাঠামোর নিচের ওই কক্ষগুলো সব সময় বন্ধ থাকে না। এসব কক্ষে কোনও দেবদেবীর মূর্তি নেই। 

বহু নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে এখন পর্যন্ত এসব কুঠুরিতে কোনও হিন্দু দেবদেবীর মূর্তি থাকার অস্তিত্ব মেলে নি বলেও জানান তারা। টাইমস অব ইন্ডিয়া।

জাগরণ/ইতিহাসঐতিহ্য/কেএপি