• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৮, ০৯:২৯ পিএম

ইসরায়েল গাজা সীমান্তে সংঘর্ষে নিহত ৮

ইসরায়েল গাজা সীমান্তে সংঘর্ষে নিহত ৮
 
ইসরায়েল গাজা সীমান্তে রকেট হামলার পাল্টা জবাবে ইসরায়েলি বিশেষ বাহিনী পরিচালিত অভিযানে ৮ জন প্রাণ হারিয়েছেন।  তবে আজ সোমবার (১১ নভেম্বর) পরিস্থিতি সেখানে শান্ত রয়েছে।
 
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের মিশন সম্পর্কে তেমন কিছু জানায়নি।  এ প্রসঙ্গে তারা বলেন, কাউকে হত্যা করা বা সন্ত্রাসীদের অপহরণ করা তাদের উদ্দেশ্য ছিল না।
 
তবে সেখানে তারা নিরাপত্তা জোরদার করছে।  ইসরায়েল জানিয়েছে, তাদের এক সেনা নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছে।
 
ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই লড়াইয়ে হামাসের স্থানীয় এক কমান্ডার নোর বারাকাসহ ৭ জন প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন।  রোববার গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে জঙ্গিরা ১৭টি রকেট ছোঁড়ে।  এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
 
লড়াইর খবর পেয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্যারিস সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে গিয়েছেন।  সূত্র : ভয়েস অব আমেরিকা
 
এনএ