• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ১১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৬:২৯ পিএম

মওদুদের করা আবেদন খারিজ, মামলা চলবে

মওদুদের করা আবেদন খারিজ, মামলা চলবে
ব্যারিস্টার মওদুদ আহমেদ

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের করা আবেদন খারিজের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

হাইকোর্টের এ সংক্রান্ত আদেশের বিরুদ্ধে মওদুদের করা আবেদন খারিজ করে মঙ্গলবার (১৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মওদুদের পক্ষে আইনজীবী  ছিলেন রোকন উদ্দিন মাহমুদ। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ৮ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ।

জ্ঞাত আয় বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

এমএ/বিএস