• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৪:০৫ পিএম

অ্যাকর্ড ও বিজিএমইএর যৌথ কার্যক্রমে বাধা নেই

অ্যাকর্ড ও বিজিএমইএর যৌথ কার্যক্রমে বাধা নেই

বিজিএমইএ এবং বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোটের (অ্যাকর্ড) যৌথভাবে কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

অ্যাকর্ডের কার্যক্রম চালানো সংক্রান্ত একটি আবেদন শুনানিতে রোববার (১৯ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেন।  আদালত ২৮১ দিন সময় দেয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

আইনজীবীরা জানান, এই সময়ের মধ্যে অ্যাকর্ড বিজিএমইএর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্বারক (এমওইউ) অনুযায়ী সব দায়িত্ব হস্তান্তর করবে। তাছাড়া অ্যাকর্ডের ভেতর বিজিএমইএর একটি সেল গঠন করা হবে এবং অ্যাকর্ড ও বিজিএমইএ যৌথভাবে কারখানা পরিদর্শন ও এর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।

এমএ/একেএস