• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৪:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৪:৪৪ পিএম

বিজ্ঞাপনে অতিরঞ্জিত বুলি, ১৪ কোম্পানির বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপনে অতিরঞ্জিত বুলি, ১৪ কোম্পানির বিরুদ্ধে মামলা
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বিজ্ঞাপনে অতিরঞ্জিত বুলির জন্য ১৪টি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২০ জুন) চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের এক মৌখিক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে লিখিত ও মৌখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 

খাদ্যমন্ত্রী জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের নির্বাচনি ইশতিহার ২০১৮ এর ৩.১৪ অনুচ্ছেদে ‘সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানে এগিয়ে যাওয়া’র প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন- ২০১৩ (২০১৩ সনের ৪৩ নং আ্ইন) এর ধারা ৮৭ তে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, ‘মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭’ প্রণয়ন করা হয়েছে। 

সে মোতাবেক বিজ্ঞাপনে অতিরঞ্জন বনেধ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এ পর্যন্ত উক্ত আইনে ১৪টি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

এইচএস/টিএফ