• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ১০:৫৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ১০:৫৩ এএম

মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণে হাইকোর্টের আদেশ বহাল

মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণে হাইকোর্টের আদেশ বহাল

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলে কোনো আদেশ দেয়নি আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এর ফলে ‘মুক্তিযোদ্ধাদের বয়সের ফ্রেমে বাঁধা যায় না’ বলে হাইকোর্টের দেয়া রায়ই বহাল থাকলো। মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণে ওই আদেশ দিয়েছিল হাইকোর্ট।  

রোববার (২৩ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন- ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

এমএ/টিএফ