• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০৭:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০৭:৫৬ পিএম

বালিশকাণ্ডে ৩৬ কোটি টাকার গরমিল : প্রতিবেদন

বালিশকাণ্ডে ৩৬ কোটি টাকার গরমিল : প্রতিবেদন
নির্মাণাধীন রূপপূর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মডেল - ফাইল ছবি

রূপপূর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বালিশসহ আসবাবপত্র ক্রয়ে অস্বাভাবিকতা পেয়েছে তদন্ত কমিটি। আদালতে উত্থাপনের জন্য তা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়া হয়েছে।    
    
প্রতিবেদন অনুসারে, এসব মালামালের প্রকৃত মূল্য অপেক্ষা ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। এই টাকা সরকারের কোষাগারে জমা দেয়ার সুপারিশও করেছে তদন্ত কমিটি।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে অধিক মূল্যে আসবাবপত্র ক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ঘটনার সঙ্গে জড়িত প্রকৌশলী মাসুদ আলমসহ প্রায় ৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে।

আগামী ২১ জুলাই বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হবে।

এমএ/ এফসি

আরও পড়ুন