• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০১৯, ০৬:২১ পিএম

যে ৫ বিষয় বিবেচনায় জামিন মিললো মিন্নির

যে ৫ বিষয় বিবেচনায় জামিন মিললো মিন্নির

৫টি বিষয় বিবেচনা করে বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী ও নিহতের স্ত্রী মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিষয়গুলো উল্লেখ করে হাইকোর্ট বলেন, সুতরাং আসামি কর্তৃক তদন্ত প্রভাবিত করার কোনো সুযোগ না থাকায় সর্বোপরি ফৌজদারী কার্যবিধির ৪৯৮, ৯৭ ধারার ব্যতিক্রম অর্থাৎ আসামি একজন নারী। এ বিষয়গুলো বিবেচনা করে আমরা তাকে জামিন দেয়া ন্যায়সঙ্গত মনে করছি। তাই জারি করা রুলটি আমরা যথাযথ ঘোষণা করলাম।

মিন্নির জামিনের ক্ষেত্রে আদালতের বিবেচনায় উল্লেখিত ৫ বিষয় হল- এজাহারে আসামির (মিন্নি) নাম উল্লেখ না থাকা, গ্রেপ্তার পূর্ব পর্যন্ত দীর্ঘ সময় স্থানীয় পুলিশ লাইনসে তাকে আটক ও গ্রেপ্তারের প্রক্রিয়া, আদালতে হাজির করে রিমান্ড শুনানির সময়ে আইনজীবী নিয়োগের সুযোগ না পাওয়া, ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করার আগেই আসামির দোষ স্বীকার সম্পর্কিত জেলা পুলিশ সুপারের বক্তব্য, তদন্তকারী কর্মকর্তার মতে মামলার তদন্ত শেষ পর্যায়ে।
 
এছাড়াও মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না এবং তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে এই দুই শর্তে আদালত তার জামিন আদেশ দেন। শর্ত ভাঙলে তার জামিন বাতিল করতে পারবেন বিচারিক আদালত।


এমএ / একেএস

আরও পড়ুন