• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৮:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৮:৫৪ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন আরো একজন। তার নাম বিপ্লব দাশ। তার বাড়ি চন্দনাইশের দোহাজারীতে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তার মৃত্যু হয়।

জানা গেছে, বিপ্লব দাশ চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের দিয়ারা এলাকার সন্তোষ দাশের ছেলে। সোমবার (২ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর রোগীর স্বজনরা হাসপাতালে চিকিৎসা করাবেন না বলে মঙ্গলবার ভোর ৫টায় হাসপাতাল থেকে নিয়ে যান। নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর মঙ্গলবার রোগীকে গুরুতর অবস্থায় আবার হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের উপপরিচালক আখতারুল ইসলাম  বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টায় বিপ্লব দাশকে তার পরিবার নিয়ে এলে চিকিৎসা শুরু হয় কিন্তু রোগীর স্বজনেরা তাকে চিকিৎসারত অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রোগীকে আবার হাসপাতালে আনেন। ওই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, বিপ্লব দাশসহ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

এনআই

আরও পড়ুন