• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০২:০৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০২:০৪ পিএম

আনফিট গাড়িতে তেল নয় : হাইকোর্ট

আনফিট গাড়িতে তেল নয় : হাইকোর্ট

ফিটনেস নবায়ন লাইসেন্স ছাড়া যানবাহনে তেল বা গ্যাস না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন উচ্চ আদালতের এই আদেশের ফলে আনফিট গাড়িতে তেল দেয়া যাবে না। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (২৩ অক্টোবর) এই আদেশ দেন।

আদেশে ফিটনেসবিহীন প্রায় ৪ লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরো দুই মাস সময় দিয়েছেন আদালত। 

এর  আগে প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেঁধে দেওয়া দুই মাসের মধ‌্যে শুধু ৮৯ হাজার ২৬৯ গাড়ির ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট । ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়।

এমএ / এফসি

আরও পড়ুন