• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৩:১৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ০৩:১৬ পিএম

নুসরাত হত্যা

হাইকোর্টে পাঠানো হলো ১৬ আসামির ডেথ রেফারেন্স  

হাইকোর্টে পাঠানো হলো ১৬ আসামির ডেথ রেফারেন্স  

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার ২৩শ ২৭ পাতার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) রায়ের কপি লাল কাপড়ে মুড়িয়ে ফেনীর আদালত থেকে উচ্চ আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত থেকে স্টোনোগ্রফার সামছুদ্দিনকে বার্তাবাহক হিসেবে পুলিশের বিশেষ নিরাপত্তায় নথি নিয়ে হাইর্কোটের আপিল বিভাগে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশিদের সংশ্লিষ্ট আইনের ৪(১)/৩০ ধারায় দেয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তর আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

এদিকে, এ রায়ে রাষ্ট্রপক্ষ ও নুসরাতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

কেএসটি
 

আরও পড়ুন