• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৩:৩১ পিএম

চরফ্যাশনের দুই ইউনিয়নে দ্রুত নির্বাচনের নির্দেশ

চরফ্যাশনের দুই ইউনিয়নে দ্রুত নির্বাচনের নির্দেশ
হাইকোর্ট

ভোলার চরফ্যাশন উপজেলার দুই ইউনিয়ন (নুরাবাদ ও আহমদপুর) পরিষদের নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। 

রোববার (১৭ নভেম্বর)সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন।

সেখানকার দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে  আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউসুফ হোসেন হুমায়ুন ও মো. ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। আর অন্যদিকে ছিলেন আইনজীবী  এ এম আমিন উদ্দিন।

এর আগে ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙ্গে নুরাবাদ ও আহমদপুর নামে দু’টি ইউনিয়ন করা হয়। এর ভিত্তিতে এই দুই ইউনিয়নে নির্বাচন দেওয়া হয়।

জনৈক ভোটার নজরুল ইসলাম সীমানা পুনঃনির্ধারণ চেয়ে হাইকোর্টে রিট করেন। নির্বাচন স্থগিত করে হাইকোর্ট সীমানা পুনঃনির্ধারণের নির্দেশ দেন। ফলে ওই দুইটি ইউনিয়নে নির্বাচন বন্ধ হয়ে যায়। ২০১১ সালের পর ওই দুই ইউনিয়নে আর নির্বাচন হয়নি।

এ অবস্থায় দুই ইউনিয়ন পরিষদের দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল নির্বাচন দেওয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিলেন।

এমএ/বিএস