• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১১:৩৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ১১:৩৬ এএম

আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি চলছে 

আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি চলছে 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। 

এ সময় সুপ্রিম কোর্টের জেনারেল মেডিকেল বোর্ডের পাঠানো প্রতিবেদন আদালতের কাছে পেশ করেন। পরে এ প্রতিবেদনের ওপরে শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

প্রধান বিচারপতি বলেন, আগে আবেদনকারী পক্ষে বলা হোক। তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর শুনানি শুরু করেন। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এজে মোহাম্মদ আলী আদালতে উপস্থিত রয়েছেন। 

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টটি আদালতে পাঠানো হয়।

বিএস 
 

আরও পড়ুন