• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৯, ০২:২২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৩, ২০১৯, ০২:২২ পিএম

বইয়ে অশ্লীলতা, অধ্যক্ষকে তলব

বইয়ে অশ্লীলতা, অধ্যক্ষকে তলব

রাজধানীর উত্তরার ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলে বিদেশি সংস্কৃতির চর্চা ও অশ্লীল পাঠ্যপুস্তক পড়ানোর দায়ে স্কুলটির অধ্যক্ষ হর্ষ ওয়ালকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৩ জানুয়ারি হাজির হয়ে স্কুলটিতে দেশীয় সংস্কৃতির চর্চা না করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। ডিপিএস-এসটিএস স্কুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত।

এদিকে, কোচিং ও গাইড বই ব্যবসায়ীদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযান শুরু হচ্ছে। গাইড ও কোচিং সংশ্লিষ্টদের নজরদারিতে রাখা হয়েছে। কোচিং ও গাইড বই ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ইকবাল মাহমুদ বলেন, শিক্ষায় ভর্তি বাণিজ্য বরদাশত করা হবে না। কোচিং ও গাইড বই ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে বের করা হবে। কোচিং বাণিজ্য করে যারা সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।

অপরদিকে, হাইকোর্টের সূত্র বলেছে, ব্যারিস্টার অনিক আর হক বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলা ভাষা ও দেশিয় সংস্কৃতি চর্চার জন্য হাইকোর্টের রায় রয়েছে। রায় অমান্য করে উত্তরার ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলে ভারতীয় সংস্কৃতির চর্চা ও ভারতীয় বিভিন্ন দিবস, ব্যক্তি সম্পর্কে পড়ানো হচ্ছে। এছাড়া স্কুলটির অষ্টম শ্রেণির ‘The perks of being a wallflower’ বইয়ে অশ্লীলতায় ভরা। যা কোমলমতি শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে।

তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে ব্যারিস্টার ওমর ফারুক, শফিউল আযমসহ ১৫ জন অভিভাবকের পক্ষে ১৩ নভেম্বর স্কুলের অধ্যক্ষকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে আদালত অবমাননার মামলা করি। আদালত আজ ডিপিএস-এসটিএস ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষকে তলবসহ আদালত অবমনানার রুল জারি করেছেন।

২০১৭ সালের ২৫মে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার উপর জোর দিতে রায় দেন হাইকোর্ট। এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দেয়া হয়। জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি দেশের সংস্কৃতি অনুযায়ী রবীন্দ্র-নজরুল, বঙ্গবন্ধুসহ স্বাধীনতায় আত্মদানকারীদের জীবনী নিয়ে অনুষ্ঠান করতে বলা হয় রায়ে।

এইচএম/টিএফ

আরও পড়ুন