• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২০, ০৫:৫২ পিএম

সেই বাড়িওয়ালা শম্পাকে পাঠানো হলো কারাগারে

সেই বাড়িওয়ালা শম্পাকে পাঠানো হলো কারাগারে
সংগৃহীত ছবি

বাড়িভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে বের করে দেয়া রাজধানীর পান্থপথ এলাকার সেই বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান আসামি শম্পাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করা হয়। এ সময় শম্পার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে শম্পাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২১ এপ্রিল( রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শম্পাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সেলি হোসেন।

রোববার (১৯ এপ্রিল) রাতে পান্থপথের ৫৮/৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতকসহ ৩ সন্তান ও তার মা-বাবাকে মারধর করে বাসা থেকে বের করে দেন বাড়িওয়ালা শম্পা। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।

এসএমএম