• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৮, ০৯:৩৩ পিএম

ভিকারুননিসায় ভোট দেবেন ড. কামাল, মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে

ভিকারুননিসায় ভোট দেবেন ড. কামাল, মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আর বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম দৈনিক জাগরণকে বলেন, রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটাধিকার প্রয়োগ করবেন ড. কামাল হোসেন।

এর আগে, শনিবার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন,  সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আমি পায়ে হেঁটে আমার বাসার কাছের ভোটকেন্দ্রে ভোট দিতে যাব।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান দৈনিক জাগরণকে জানান, তার দলের চেয়ারম্যান চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষ প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সকাল ৯ টায় ১৫ নং ইউনিয়নের ( উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) ১নং কেন্দ্রে ভোট দিবেন।

এছাড়া ঢাকা-৪ আসনে ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমেদ সকাল ৯ টায় শ্যামপুর মডেল হাই স্কুল এন্ড কলেজে, ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস তার শাহজাহানপুরের বাসার কাছে মির্জা আব্বাস সরকারী কলেজ কেন্দ্রে ও ঢাকা -১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গুলশানে বারিধারা ডিপ্লোমেটিক জোন কেন্দ্রে ভোট দেবেন বলে জানা যায়।

প্রসঙ্গত, আগামীকাল রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

টিএস/সাইসে