• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০, ০৭:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০২০, ০৭:৫৭ পিএম

স্বামীর সম্পত্তির ভাগ পাবেন বিধবা হিন্দু নারীরা

স্বামীর সম্পত্তির ভাগ পাবেন বিধবা হিন্দু নারীরা

যে অধিকারের জন্য আইন করা হয়েছিল, সেখানেই ছিল অসঙ্গতি। তাই ৮৩ বছর ধরে স্বামীর কৃষি জমিতে কোনো প্রাপ্য ছিল না হিন্দু বিধবাদের। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই অসঙ্গতি দূর করে রায় দিলেন হাইকোর্ট। যাকে ঐতিহাসিক বলছেন আইনজীবীরা।

 
বিধবা বৌদি, স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখে না, এমন দাবি করে ১৯৯৬ সালে খুলনা কোর্টে মামলা করেন দেবর জ্যেতিন্দ্রনাথ মণ্ডল। এতে নিম্ন আদালত বলেন, বিধবারা স্বামীর অকৃষি জমির অধিকার রাখলেও কৃষি জমির রাখেন না। আপিল করার পর জেলা জজ দিলেন ভিন্নমত। রায়ে বলা হলো, বিধবারাও স্বামীর কৃষি জমির অংশীদার হবেন।

বিষয়টি গড়ালো উচ্চ আদালতে। ১৯৩৭ সালে হিন্দু বিধবা সম্পত্তি আইনে, স্বামীর অকৃষি জমির অধিকার দেয়া হলেও কৃষি জমিতে বঞ্চিত করা হয় বিধবাদের। বাংলাদেশ স্বাধীন হলেও, সেই আইনটিই হুবহু চালু রাখা হয়। আইনটি নিয়ে দুপক্ষের দীর্ঘ শুনানি শেষে অ্যামিকাস কিউরির মত নেন হাইকোর্ট। পরে রায়ে জানান, হিন্দু বিধবা নারীরা অকৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন।


 
যদিও, সিলেট অঞ্চলে ভিন্ন একটি আইন সামাজিকভাবে চালু আছে। সেখানে হিন্দু বিধবারা স্বামীর কৃষি জমিও পান।

জাগরণ/এমইউ