• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ১১:৪৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২১, ১১:৫৮ এএম

সাত দিনের রিমান্ডে মামুনুল হক

সাত দিনের রিমান্ডে মামুনুল হক

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ভাঙচুর ও নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করে মামুনুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মামুনুল হককে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত পাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

মামুনুল হকের বিরুদ্ধে ২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন চাঁনমিয়া হাউজিংয়ের এক বাসিন্দা।

রোববার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রথমে তাকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে দুপুর ২টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে তিনি সেখানেই ছিলেন।

আরও পড়ুন