• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২১, ০৫:২৯ পিএম

মামুনুলকে এবার ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

মামুনুলকে এবার ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে এবার ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। 

২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো পূর্বক এই রিমান্ড আবেদন করে মতিঝিল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এই আবেদন করা হয়। আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) এই আবেদনের ওপর শুনানি হতে পারে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, মামুনুল হক বর্তমানে মোহাম্মদপুর থানায় করা ভাঙচুর ও নাশকতার মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই রিমান্ড চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। এরপর ২৭ এপ্রিল তাকে আদালতে হাজির করা হবে। তখন শাপলা চত্বরের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।