• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:৩০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১, ১০:৩৩ পিএম

মুফতি কাজী ইব্রাহীমের দুদিনের রিমান্ড মঞ্জুর

মুফতি কাজী ইব্রাহীমের দুদিনের রিমান্ড মঞ্জুর

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচিত-সমালোচিত বক্তা মুফতি কাজী ইব্রাহীমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুফিয়ান মো. নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. হাসানুজ্জামান আসামি মুফতি কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর আগে একই থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়। 

উল্লেখ্য, সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে ডিবির একটি দল।

জাগরণ/এমইউ