আয়াতুল্লাহ আল খামেনির হুমকি

আমেরিকার বিরুদ্ধে শিগগিরই ভয়ঙ্কর বদলা

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০, ০৪:৩১ পিএম আমেরিকার বিরুদ্ধে শিগগিরই ভয়ঙ্কর বদলা
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি -ছবি : ইন্টারনেট

আমেরিকার বিরুদ্ধে ভয়ঙ্কর বদলা নেয়ার হুমকি দিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বললেন, মার্কিন ড্রোন হানায় ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের কাদ্স ফোর্সের কম্যান্ডার জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পর ‘জিহাদ’ আরও বাড়বে। আর সেই ‘পবিত্র যুদ্ধে’ জয়ী হবেন ‘জিহাদি’রাই। আনন্দবাজার পত্রিকা।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হানায় নিহত হন জেনারেল কাসেম সোলেমানি। তার সঙ্গে প্রাণ হারান ইরাকি জঙ্গি সংগঠনের উপ-প্রধান উপ-প্রধান আবু মহদি আল-মুহান্দিস ওরফে জামাল জাফর ইব্রাহিমি সহ ৬ জন।

এ দিন টুইটে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আল খামেনি লেখেন, ‘‘গত কয়েক বছর ধরে যে নিরলস কাজকর্ম করে গিয়েছেন, গত কাল শহীদ হয়ে তার পুরস্কার পেলেন সোলেমানি।’’ 

সোলেমানির মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন খামেনি।

পরে ইরানের সরকারি টেলিভিশনে খামেনি বলেন, ‘‘সোলেমানির চলে গিয়েছেন বলে তার কাজ বাতিল হবে না। তার পথই অনুসরণ করা হবে। আর যে অপরাধীদের হাত সোলেমানি ও অন্য শহীদদের রক্তে লাল হল, তাদের বিরুদ্ধে শিগগিরই বদলা নেয়া হবে।’’

আয়াতুল্লাহ আল খামেনির টুইট

‘শত্রুদের জেনে রাখা উচিত, এর পর ইরানের জিহাদ আরও বাড়বে। আর সেই পবিত্র যুদ্ধে জিহাদিরাই জয়ী হবেন’

.........................

টেলিভিশনে খামেনি হুমকি দেন, ‘‘শত্রুদের জেনে রাখা উচিত, এর পর ইরানের জিহাদ আরও বাড়বে। আর সেই পবিত্র যুদ্ধে জিহাদিরাই জয়ী হবেন।’’

আমেরিকার বিরুদ্ধে তোপ দেগেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিও। বলেছেন, ‘‘সোলেমানি শহীদ হওয়ায় আমেরিকাকে রুখতে ও ইসলামি মূল্যবোধ রক্ষায় আরও দৃঢ়প্রতিজ্ঞ হবে ইরান। এই অঞ্চলে ইরানের মতো যে সব দেশ আমেরিকার কুক্ষিগত হয়ে থাকতে চায় না, কোনও সন্দেহ নেই, তারা সকলেই এর বদলা নেবে।’’

তোপ দেগেছেন ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফ। মার্কিন ড্রোন হানাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ বলে নিন্দা করেছেন। ‘আগামী দিনে আমেরিকাকে এর মূল্য দিতে হবে’ বলে তার টুইটে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী।

এসএমএম

আরও সংবাদ