• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৯, ২০১৯, ০১:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০১৯, ০৬:১৫ পিএম

মানববন্ধনে হত্যার বিচার চাইলেন রিফাতের বাবা

মানববন্ধনে হত্যার বিচার চাইলেন রিফাতের বাবা

রিফাত হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, নিহত রিফাত ফরাজীর বাবা আবদুল হালিম দুলাল শরীফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ ও জেলা ছাত্রলীগের সভাপতি অনিক। 

বক্তারা আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। তিনিও ছেলে হত্যার বিচারের দাবি করেন। রিফাতের মা শয্যাশয়ী গত ১৮ বছর ধরে সে পঙ্গু হয়ে বিছানায়। 

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেনি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কেএসটি

আরও পড়ুন