• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০১৯, ০২:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০১৯, ০২:১৮ পিএম

দেশে ৩৫ লাখ ৮২ হাজার মামলা বিচারাধীন : আইনমন্ত্রী

দেশে ৩৫ লাখ ৮২ হাজার মামলা বিচারাধীন : আইনমন্ত্রী

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ১৭৯৯ সাল থেকে ২০১৯ সালের ১০ জুন পর্যন্ত বাংলাদেশের ১ হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি। 

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবচেয়ে বেশি মামলা ঢাকায়। রাজধানীর ৯টি ট্রাইব্যুনালে ১৩ হাজার ৭৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। নারায়ণগঞ্জে ১ হাজার ৬৭৯, গাজীপুরে ৩ হাজার ৭৭৮, মানিকগঞ্জে ২ হাজার ৩২১, মুন্সিগঞ্জে ১ হাজার ২১৫, নরসিংদীতে ১ হাজার ৯৯২, কিশোরগঞ্জে ২টি ট্রাইব্যুনাল ২ হাজার ২৩৫, টাঙ্গাইলে ৩ হাজার ৬, ফরিদপুরে ১ হাজার ৮৭২, রাজবাড়ীতে ১ হাজার ১২৬, গোপালগঞ্জে ১ হাজার ৭৯২, মাদারীপুরে ১ হাজার ৪৮৩, শরীয়তপুরে ৩৫৯ টি মামলা বিচারাধীন রয়েছে।

হিসাব থেকে দেখা যায়, ময়মনসিংহে ১ হাজার ৯৫৬, নেত্রকোনায় ২ হাজার ৬৭৩, জামালপুরে ২ হাজার ১২৮, শেরপুরে ১ হাজার ৯০৮, চট্টগ্রামে (৭টি ট্রাইব্যুনাল) ১২ হাজার ৪৭৭, ফেণীতে ১ হাজার ৩৯২, নোয়াখালীতে (২ টি ট্রাইব্যুনাল) ৬ হাজার ৬৫৩, লক্ষীপুরে ১ হাজার ৭২৮, কক্সবাজারে ৭ হাজার ৯৫৮, কুমিল্লায় ৪ হাজার ১৬৯, চাঁদপুরে ১ হাজার ৩১০, ব্রাহ্মণবাড়ীয়ায় ৪ হাজার ৮৬৯, রাঙ্গামাটিতে ৫২৮, বান্দারবানে ৬২৪, খাগড়াছড়িতে ৩৬২, রাজশাহীতে ১ হাজার ৩২০, নওগাঁয় ২ হাজার ৮৮০, জয়পুরহাটে ৬০৭, চাঁপাইনবাবগঞ্জে ৪২৯, বগুড়ায় ২ হাজার ৭২৯, সিরাজগঞ্জে ৪ হাজার ৪০৮, পাবনায় ১ হাজার ৭৮১, নাটোরে ১ হাজার ৬২৩, খুলনায় ৪ হাজার ৫৩৭ টি মামলা বিচারাধীন রয়েছে।

বাগেরহাটে ৩ হাজার ১৭৮, যশোরে ১ হাজার ৫৫৫, সাতক্ষীরায় ১ হাজার ৬২২, ঝিনাইদহে ১ হাজার ৩১৯, চুয়াডাঙ্গায় ৫৩৮, মেহেরপুরে ৬০৩, কুষ্টিয়ায় ৪১০, মাগুরায় ১ হাজার ৩২, নড়াইলে ৪৭৪, বরিশালে ১ হাজার ৯৮০, ঝালকাঠিতে ৪৫৪, পিরোজপুরে ৭১৯, পটুয়াখালীতে ১ হাজার ৮০২, ভোলায় ৫ হাজার ৩, বরগুনায় ২ হাজার ৬২৩, সিলেটে ২ হাজার ৫৫ , মৌলভীবাজারে ২ হাজার ৬৪১, সুনামগঞ্জে ১ হাজার ৬৫২, হবিগঞ্জে ৫ হাজার ৬৬৯, রংপুরে ৬ হাজার ৮০, দিনাজপুরে ২ হাজার ৯৩৬, লালমনিরহাটে ১ হাজার ৩৯৪, নীলফামারীতে ৩ হাজার ৭৯৭, পঞ্চগড়ে ৪৭৪, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৫৮৮, গাইবান্ধায় ৩ হাজার ২৩৪, কুড়িগ্রামে ১ হাজার ৯৩৫ টি মামলা বিচারাধীন রয়েছে।


এইচএস/ একেএস

আরও পড়ুন