• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০১:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০১:৪৫ পিএম

বিনিময়ের ৪ বছর পূর্তি

নানা আয়োজন বিলুপ্ত ছিটমহলবাসীর

নানা আয়োজন বিলুপ্ত ছিটমহলবাসীর

আজ বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বিনিময়ের ৪র্থ বর্ষ পূর্ণ হলো। এরই মধ্যে ঘুচে গেছে ছিটমহলবাসীর দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনা। 

বুধবার (৩১ জুলাই) ছিটমহল বিনিময়ের ৪র্থ বছর পূর্তিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ছিটমহল দাসিয়ারছড়ার স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় আলোচনা সভা, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার প্রমুখ।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি ও সাবেক দাসিয়ারছড়া ইউনিট আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. আলতাফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক প্রচেষ্টায় আমরা বাংলাদেশের নাগরিক হতে পারায় উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 

তিনি আরও বলেন, সরকার ছিটমহলের নানামুখী উন্নয়ন ঘটিয়েছেন। বর্তমানে দাসিয়ারছড়া ছিটমহলে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, পুলিশ ক্যাম্প, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সেন্টার, মসজিদ, মন্দির সহ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ।

কেএসটি

আরও পড়ুন