• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০৭:১২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০৭:১২ পিএম

২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ২,৩৪৮

২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত ২,৩৪৮

৫ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২,৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের নিয়ে এ বছর (৬ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৯১২ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৯৬৮ জন। স্বাস্থ্য অধিদফতরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

নতুন আক্রান্ত ২,৩৪৮ জনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৩ জন, মিটফোর্ড হাসপাতালে ১০৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩৮ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন, বারডেম হাসপাতালে ১৯ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৩ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১ জন, বিজিবি হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছেন।

এছাড়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, ইবনে সিনা হাসপাতালে ২২ জন, স্কয়ার হাসপাতালে ১৯ জন, কমফোর্ট নার্সিংয়ে ৮ জন, শমরিতা হাসপাতালে ৬ জন, ল্যাবএইডে ১০ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৩ জন, হাই কেয়ার হাসপাতালে ৩ জন, হেলথ অ্যান্ড হোপে ৩ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৮ জন, ইউনাইটেড হাসপাতালে ২৩ জন, খিদমাহ হাসপাতালে ৯ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, অ্যাপোলো হাসপাতালে ১০ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, বিআরবি হাসপাতালে ৫ জন, আজগর আলী হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৮ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, সালাউদ্দিন হাসপাতালে ২০ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১০ জন ও আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ১১ এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টাতেই ঢাকা বিভাগে (শহর ব্যতীত) ২৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ১৬৪ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, সিলেট বিভাগে ৩২ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে (ঢাকা শহর ব্যতীত) ৭ হাজার ৭১০ জন ডেঙ্গুজ্বরে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ২ হাজার ৭৮৬ জন ঢাকার বাইরে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

৪ আগস্ট (সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়) ঢাকা শহরসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ২,০৬৫ জন, ৩ আগস্ট ১,৮৭০ জন, ২ আগস্ট ১,৬৪৯ জন, ১ আগস্ট ১,৬৮৭ জন, ৩১ জুলাই ১,৭১২ জন, ৩০ জুলাই ১,৪৭৭ জন, ২৯ জুলাই দেশের ৬০টি জেলায় ১ হাজার ৩৫ জন, ২৮ জুলাই ৫০ জেলায় ১,০৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ২৩ জন মারা যাওয়ার তথ্য সরকারিভাবে বলা হলেও বিভিন্ন গণমাধ্যমসহ নানা সূত্র বলছে এ সংখ্যা ৭০ জনেরও বেশি।

আরএম/ এফসি

আরও পড়ুন