• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০৪:০২ পিএম

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বেতন-বোনাসের দাবিতে জয়দেবপুরে শ্রমিকদের বিক্ষোভ  -  ছবি : জাগরণ

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের জয়দেবপুর এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শুক্রবার (৯ আগস্ট) সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ভাঙচুর, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানান, এই কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গত মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ঈদ বোনাসও দেয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন।

এ ব্যাপারে মহানগর সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু লাইচ মো. ইলিয়াচ জিকু জানান, এক মাসের বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এনআই

আরও পড়ুন