• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৮:২৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৮:২৬ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম
নাছিমা বেগম - ফাইল ছবি

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগমকে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে পুরো কমিশন গঠন করা হয়েছে। আজ রোববার (২২ সেপ্টেম্বর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদারকে অবৈতনিক সদস্য করে এই কমিশন গঠন করা হয়েছে।

এমএ/ এফসি

আরও পড়ুন